Main Menu

ডা. ফৌজিয়ার কান্ড : আপা বলায় নার্সকে থাপ্পড়, প্রতিবাদে অপসারন দাবি করে বিক্ষোভ

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রোপচার কক্ষে (অপারেশন থিয়েটার) এক শিক্ষানবিশ নার্সকে থাপ্পড় দিয়েছেন চিকিৎসক। বুধবারের এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নার্সের সহকর্মীরা ওই চিকিৎসকের অপসারন দাবি করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। অবশ্য দুপুরে বিষয়টি মীমাংসা হয়।
বিক্ষুব্ধরা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া নাসিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্রী তানজিনা আক্তার বুধবার সদর হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে থাকা অবস্থায় কনসালটেন্ট (গাইনি) ডা. ফৌজিয়া আক্তারকে ’আপা’ বলে সম্বোধন করেন। তবে ডা. ফৌজিয়া এতে মনক্ষুন্ন হয়েছেন বুঝতে পেরে তাৎক্ষনিকভাবেই তানজিনা ক্ষমা চান। ক্ষমা চাওয়ার সময়ই তানজিনাকে থাপ্পড় মারেন ডা. ফৌজিয়া। অভিযুক্ত চিকিৎসকের অপসারন দাবি করে বৃহস্পতিবার সকালে নাসিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এ বিষয়ে তাঁরা হাসপাতালের তত্বাবধায়কের কাছেও অভিযোগ দেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসাপাতলের তত্ববধায়ক মো. শওকত হোসেন জানান, দু’জনের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসে বিষয়টি মীমাংসা করে দেয়া হয়েছে। ডা. ফৌজিয়া ঘটনার জন্য দু:খ প্রকাশ করেছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, ডা ফৌজিয়া এর আগেও বিভিন্ন কারণে আলোচিত সমালোচিত হয়েছেন। ২০১৫ সালের মার্চ মাসে দূর্নীতির খবর সংগ্রহ করতে সদর হাসপাতালে যান এনটিভির স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু। তখন তিনি ওই সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ও চরম দুর্ব্যবহার করে সমালোচিত হন।






Shares