Main Menu

জাতীয় দিবস উপলক্ষ্যে খোরশেদ আলী বিদ্যা নিকেতনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

+100%-

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে হাজী খোরশেদ আলী বিদ্যা নিকেতনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সুহিলপুর গাভদ্দীন বাড়ি মোড়স্থ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুহিলপুর ইউনিয়নের সাবেক মেম্বার শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুস সামাদ আকন্দ। এসময় বিশেষ অতিথি ছিলেন, সুহিলপুর ইউপি চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর, সহকারী শিক্ষা অফিসার সফিকুল ইসলাম,৫ নং ওয়ার্ড সুহিলপুর ইউপি সদস্য মোঃ আব্দুল লতিফ, জেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক সেলিম মোল্লা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক, জেলা যুবলীগের সহ-সম্পাদক জামাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুস সামাদ আকন্দ বলেন, একমাত্র শিক্ষার মাধ্যমেই শিশুরা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার জ্ঞানে নিজেকে বিকশিত করতে পারে। এ ধরনের আয়োজন তাই খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শিশুরা দেশপ্রেমে উদ্ধুধ হলেই জঙ্গীবাদসহ সকল ধরনের অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, হাজী মোঃ মাজেদ আব্দুল্লাহ বাবলু, মোহাম্মদ হাদি, মোঃ ফজলু মিয়া, কামরুল ইসলাম, তৌফিকুর ইসলাম সুহৃদ, মোঃ আবুল হাসান প্রমুখ।

আলোচনা সভা শেষে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা নাচ, গান ও কবিতা আবৃত্তি করে। পরে স্থানীয় বিভিন্ন শিল্পীরা গান পরিবশেন করেন।






Shares