Main Menu

গণমানুষের প্রিয় নেতা সাবেক উপমন্ত্রী মরহুম এডভোকেট হুমায়ূন কবির এর চেহলাম অনুষ্ঠিত

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্ত্রী ও দৈনিক দিনদর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম এডভোকেট হুমায়ূন কবির এর চেহলাম পারিবারিকভাবে গত শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টার এবং শহরের উত্তর পৈরতলাস্থ মরহুম এড. হুমায়ুন কবিরের পৈত্রিক বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত দোয়া মাহফিলে শরিক হয়ে বক্তব্য রাখেন জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা’র প্রিন্সিপাল মুফতি মুবারকুল্লাহ্, জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা’র সদরুল মুদাররিসীন আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমী, দারুল আরকাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা সাজিদুর রহমান, আল্লামা মুফতী নুরুল্লাহ্ (রহঃ) এর বড় সাহেবজাদা আল্লামা কেফায়েতুল্লাহ্ নূর, জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদিস ও জেলা জামে মসজিদের খতিব আল্লামা বেলায়েতুল্লাহ্ নূর, মাওঃ আব্দুর রহিম কাসেমী, মাওঃ আব্দুল কাদির, হাফেজ ইদ্রিস, মাওঃ ইসমাঈল হোসেন সিরাজী, মাওঃ বুরহানুদ্দীন আল্ মতিন, মুফতি আব্দুল হান্নানসহ জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া, জামিয়া সিরাজিয়া ভাদুঘর, দারুল আরকাম, খতমে নবুওয়াত, তাজুল উলুম, সৈয়দুন্নেছা কাজিপাড়া, রওজাতুল উলুম মেড্ডা, নুরুল কুরআন আশ্রাফিয়া, সুলাইমানিয়া তিতাসপাড়াসহ শহরের অন্যান্য মাদ্রাসার শীর্ষস্থানীয় উলামায়ে কেরামগণ। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম (রহঃ) এর বড় সাহেবজাদা ভাদুঘর জামিয়া সিরাজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা মনিরুজ্জামান সিরাজী (দাঃ বাঃ)। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ মুফতী হাদিয়াতুল্লাহ্ নূর। এ সময় মরহুমের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুম এড. হুমায়ুন কবিরের মেয়ের জামাতা লুৎফুর রহমান স্বপন।

এছাড়াও ওইদিন সকালে শহরের পাইকপাড়াস্থ মরহুম এড. হুমায়ুন কবিরের বাসভবনে গিয়ে চেহলাম অনুষ্ঠানের খোজ-খবর নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, সংরক্ষিত সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ), ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক পত্নী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (উপ-সচিব) ফাহমিদা সুলতানা।

পৌর কমিউনিটি সেন্টারে চেহলাম অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মোঃ সফিউল আজম, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সাবেক প্রতিমন্ত্রী এড. হারুন আল রশিদ, সাবেক সচিব মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম এমএসসি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হানিফ মুন্সী, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এড. রেজাউল ইসলাম ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মোঃ আবু সাঈদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ চেহলাম অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ।






0
0Shares