Main Menu

খাবারে চামড়ার লবণ, ব্রাহ্মণবাড়িয়ায় সুরুচি বেকারিকে জরিমানা

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিকর ক্যামিকেল ও চামড়ার লবণ ব্যবহার করে বেকারিতে পণ্য তৈরি করার দায়ে সুরুচি নামে একটি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার, ব্রাহ্মণবাড়িয়া।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পৌর এলাকার ভাদুঘর শান্তিনগর এলাকার বাকাইলে অভিযানের সময় এই জরিমানা করা হয়।

অভিযান সম্পর্কে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, সুরুচি নামক বেকারিতে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত হচ্ছে এবং নিষিদ্ধ রং ও টেক্সটাইল সল্ট (চামড়ার লবণ) দিয়ে বেকারি পণ্য প্রস্তুত হচ্ছে- এমন খবর পেয়ে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১৫ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ ও আদায় করা হয়। সেই সাথে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।

অভিযানকালে বেকারি পরিচালক তার অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। জনস্বার্থে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ইফতেখারুল আলম।






Shares