করোনা ভাইরাস:: ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ৮৪ জন শনাক্ত।। মৃত্যু ২।।
ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় নতুন ৩৮ জনসহ জেলায় নতুন ৮৪ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৪৬৬৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩৮৪০ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে। সর্বশেষ জেলায় ৭১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। শুক্রবার (৯ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।
গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবের ৫১৩টি রিপোর্টে নতুন আরও ৮৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। সদর উপজেলায় ০৮ জন, কসবা উপজেলায় ৩৮ জন, সরাইল উপজেলায় ৪ জন, আখাউড়ার উপজেলায় ০৩ জন, আশুগঞ্জ উপজেলায় ০৮ জন, নাসিরনগর উপজেলায় ০২ জন, বিজয়নগর উপজেলায় ০২ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
সর্বশেষ জেলায় ৪৬৬৪ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ২০২৪ জন, আখাউড়া উপজেলায় ৩৪২ জন, বিজয়নগর উপজেলায় ১৩৯ জন, নাসিরনগর উপজেলায় ১৪৬ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২৭২ জন, নবীনগর উপজেলায় ৫৬০ জন, সরাইল উপজেলায় ২৩১ জন, আশুগঞ্জ উপজেলায় ৪৪২ জন ও কসবা উপজেলায় ৫০৬ জন। সর্বশেষ জেলায় ৩৮৪০ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। তার মধ্যে সদর উপজেলায় ১৬৯৩ জন, আখাউড়া উপজেলায় ২৫৮ জন, বিজয়নগর উপজেলায় ১২২ জন, নাসিরনগর ১৩২ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২২৭ জন, নবীনগর উপজেলায় ৫০৩ জন, সরাইল উপজেলায় ১৬৮ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৭৫ জন ও কসবা উপজেলায় ৩৬২ জন।
সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৭১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ২১ জন, আখাউড়া উপজেলায় ১২ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নাসিরনগর উপজেলায় ০৪ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন, নবীনগর উপজেলায় ১৫ জন, সরাইল উপজেলায় ০৪ জন, আশুগঞ্জ উপজেলায় ০৫ জন ও কসবা উপজেলায় ০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৪৫৬৪ জন আক্রান্তের মধ্যে ৩৮৪০ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৭১ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ৬৪১ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ৩০ জন রোগী। এখন পর্যন্ত জেলায় ৪০০৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৩৯৯৮৪ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৪৬৬৪ জন আক্রান্ত হয়েছে৷