ওলামা, সুধী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল



ওলামা, সুধী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় কাউতলীতে একটি কনভেনশন হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি মাও. মাহমুদুল হাসান হিফযে্র সঞ্চালনায় বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলার সেক্রেটারি আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাহী সভাপতি মোঃ মঈনুল ইসলাম খন্দকার, বামুকের জেলা ছদর আলহাজ্ব সৈয়দ আনোয়ার আহমদ, জামিয়া ইসলামীয়া ইউনুছিয়ার শিক্ষক মাও. আনোয়ার বিন মুসলিম, জামিয়া সিরাজিয়া দারুল উলূম ভাদুঘরের মুহাদ্দিস মাও. হারুনুর রশিদ, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা হাবিবুর রহমান, মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি মাও. মুজিবুর রহমান, গণঅধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলার সিনিয়র সহ-সভাপতি মো. হাসানুর রহমান ওবায়দুল্লাহসহ ওলামা, সুধী, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ও প্রতিনিধিগণ ইফতারে অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ-সভাপতি মাও. আব্দুল মালেক ফয়েজী, মোখলেছুর রহমান হাতেমী, শেখ মুহাম্মদ শাহ আলম, সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করীম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহসিনুল করীম হারুনী, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাও. বেলাল হোসাইন জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাও. নূরুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাও. ফয়জুল্লাহ মুহসিন, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি এম এইচ মাহদী বিন ইউনুছ প্রমূখ।