Main Menu

একজন শিক্ষার্থীর জীবন গঠনে সাধারণ জ্ঞান অর্জন করা অত্যন্ত প্রয়োজন — পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান

+100%-


শুক্রবার সকালে মহান স্বাধীন ও জাতীয় দিবস ২০১৭ উপলক্ষ্যে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরকারী কলেজে ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বার। ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার উপদেষ্টা মোহাম্মদ হামজা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও সহকারী অধ্যাপক এ জেড এম আরিফ হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক মুহম্মদ মুসা, গভঃ মডেল গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক নাঈমা জান্নাত, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ ফরহাদ সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন ভাষা সাহিত্য ও অনুশীলন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি এস. আর. এম ওসমান গণি সজিব।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বার বলেন, একজন শিক্ষার্থীর জীবন গঠনে সাধারণ জ্ঞান অর্জন করা অত্যন্ত প্রয়োজন। যে যত শিক্ষাই অর্জন করুক না কেন তাকে সাধারণ জ্ঞানে দক্ষতা অর্জন করতে হবে। তাহলে নিজেকে সমাজ গঠনের পরিপূর্ণভাবে প্রস্তুত সম্ভব। তিনি এ সময় আরো বলেন, ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানোর জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। আমি এই উদ্যোগকে স্বাগত জানায়।






Shares