ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি,মৌলভীবাজার, সাধারণ সভা ও অফিস উদ্ভোধন
আমাদের লক্ষ্য মানবতার কল্যাণে কাজ করা-অতিঃজেলা প্রশাসক (রাজস্ব)আশরাফুল আলম খান
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
গত ৫ডিসেম্বর-১৭ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি,মৌলভীবাজার এর অফিস আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন,মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আশরাফুল আলম খাঁন। জেলার শ্রীমঙ্গল উপজেলার পৌরসভা মার্কেটের দ্বিতীয় অফিস উদ্ভোধন শেষে স্থানীয় মহসিন অডিটোরিয়ামে সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমিতির প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উদ্দেশ্য হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা,মৌলভীবাজারে বসবাসকারী ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন সু-দৃঢ় করা , একটি পরিবারের মত নিজেদের ঐক্যকে বজায় রেখে কাজ করা।
সমিতির আহ্বায়ক এ এন এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন,এলজিইডির নির্বাহী প্রকৌশলী,মোঃ কামরুল ইসলাম,ডিডি (এনএসআই} আবু আব্দুল্লাহ,পিটিআই সুপারিনটেনডেন্ট এ কে এম সাইফুল হাসান(বশির),অধ্যাপক পার্থ প্রতীম চক্রবর্তী মৌলভীবাজার প্রধান ডাকঘর এর এপএিমজি মোঃ শাহজাহান,ডিডি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আমিরুল কবির,ডিডি ভোক্তা অধিকার ও সংরক্ষণ মোঃ আল আমিন, মৌলভীবাজার পৌরসভার সচিব মোঃ ইসহাক ভ’ঁইয়া,কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন,মির্জাপুর টি ষ্টেট এর ব্যবস্থাপক জামান, বিশিষ্ট ব্যবসায়ী আবু কাউসার লাভলু, মাইজদিহি চা বাগানের শেখ কাউসার,মোছাঃ সাবিকুন্নাহার প্রমূখ।
সভায় ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান , ব্যাংক-বীমার উচ্চ পদস্থ কর্মকর্তা, শিক্ষক,বিশিষ্ট ব্যবসায়ী উপস্থিত ছিলেন।সমিতির রিপোর্ট পেশ করেন সংগঠনের সদস্য সচিব সাইফুল ইসলাম,গঠনতন্ত্র পাঠ ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোঃ আজিজুল হক।