Main Menu

প্রয়াত নেতা এডভোকেট সাচ্চুর প্রতিশ্রুতির বাস্তবায়ন: মৌলভীপাড়া -কাজীপাড়া সংযোগ সড়ক

৯০ বছরের পুরনো বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে রাস্তার জন্যে দেয়া হলো অর্ধকোটি টাকার জায়গা

+100%-

%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%b2%e0%a6%ad%e0%a7%80%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80%e0%a6%aa%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%af%e0%a7%8bস্টাফ রিপোর্টর: জনগনের চলাচলের রাস্তা প্রশস্তকরনের জন্যে প্রায় ৯০ বছরের পুরনো সীমানা প্রাচীর ভেঙ্গে জায়গা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জনমানুষের নেতা সদর আসনের প্রয়াত সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকেট লুৎফুল হাই সাচ্চুর পরিবার। শহরের মৌলভীপাড়া এলাকায় লুৎফুল হাই সাচ্চুর বাসার পশ্চিম পাশে এক শতকেরও বেশী পরিমান জায়গা পৌরসভার রাস্তা প্রশস্ত করনের জন্যে দেয়া হয়েছে। বাজার দর অনুযায়ী এই জায়গার মুল্য প্রায় অর্ধ কোটি টাকা। পরিবারসুত্রে জানিয়েছে- লুৎফুল হাই সাচ্চু তার জীবদ্দশায় রাস্তার জন্যে নিজের বাড়ি থেকে জায়গা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।
শহর খালের ওপর কাজীপাড়া ও মৌলভীপাড়ার মধ্যে পায়ে হাটার উপযোগী সেতু ভেঙ্গে যানবাহন চলাচলের উপযোগী করে ২০১৪ সালে একটি সেতু নির্মান করে পৌরসভা। কিন্তু সরু রাস্তার কারনে এই সেতুর সুফল পাচ্ছিলেননা পৌর নাগরিকরা। বরং যানজটে আটকে স্বীকার হতে হয়েছে হয়রানীর। এমনি অবস্থায় এ মাসের প্রথম দিকে বাড়ির সীমানা ভেঙ্গে রাস্তা প্রশস্ত করার জন্যে জায়গা ছেড়ে দেন এডভোকেট সাচ্চুর পরিবার। প্রয়াত নেতার ছোট ভাই আল মামুন মনোয়ারুল হাই জানান- এডভোকেট লুৎফুল হাই সাচ্চু সংসদ সদস্য থাকা কালে ২০০৯ সালের শেষ দিকে কাজীপাড়ায় এক সভায় শহরের যানজট লাগবে এদিক দিয়ে আরেকটি রাস্তা করার প্রতিশ্রুতি দেন। তখন তিনি এর প্রয়োজনে নিজের বাড়ি থেকে জায়গা দেয়ার কথা বলেন। এরপরই পৌরসভা এই রাস্তার পরিকল্পনা করে। তাছাড়া মঠের গোড়া থেকে মধ্যপাড়া পর্যন্ত সড়কটি প্রশস্ত করনের জন্যেও লুৎফুল হাই সাচ্চুর বাড়ির সামনের অংশের ২ ফুট করে জায়গা ছেড়ে দেয়া হয়েছে।






Shares