২৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন:: ভোটার ১ হাজার ৪শত ৯ জন
আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগও ডিসেম্বরের শেষ দিকে এ নির্বাচন চাইছে বলে জানিয়েছে ইসি সচিবালয়।নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করে ২৮ ডিসেম্বরে ভোট করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এর ওয়ার্ডের সীমানা চূড়ান্ত করা হয়েছে। জেলা পরিষদের আওতাধীন এলাকাকে ১৫ টি সাধারণ এবং ৫ টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে বিভক্তি ক্রমে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ওয়ার্ডের সীমানা নির্ধারণ কর্মকর্তা ও জেলা প্রশাসক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।
« নওগাঁ’র মান্দায় ইসলামী ব্যাংকের ৩০৭তম শাখা উদ্বোধন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ফুল মিয়ার ফাঁসির দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও সমাবেশ »