Main Menu

সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া (মিঞা ভাই) আর নেই

+100%-

সাবেক উপমন্ত্রী মরহুম আলহাজ্ব এড. হুমায়ুন কবিরের বড় ভাই, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিসেস নায়ার কবিরের ভাসুর, ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোরডটকম এর প্রকাশক সারোয়ার জাহার দিপু ও দৈনিক দিনদর্পণ’র ভারপ্রাপ্ত সম্পাদক এড. কামরুজ্জামান অপুর পিতা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা, দৈনিক দিনদর্পণে’র উপদেষ্টামন্ডলীর সভাপতি, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজাহান মিয়া (মিঞা ভাই) (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাজধানীর উত্তরায় হাইকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তিনি স্ত্রী, দুই ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, তার মৃত্যুতে জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।