Main Menu

সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে এই সংকট মোকাবেলা সহজতর হবে

+100%-

স্টাফ রিপোর্টার ॥  করোনা ভাইরাস এর কারণে লডডাউনের ফলে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর পৈরতলায় তিন শতাধিক কর্মহীন হতদ্ররিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে হুমায়ুন-নায়ার ফাউন্ডেশন।

গতকাল দুপুর আড়াইটায় উক্ত ঈদ সামগ্রী বিতরণ করেন হুমায়ুন-নায়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য হাজী মোঃ ফারুক আহমেদ, জেলা জাকের পার্টির সভাপতি সেলিম কবির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহাঙ্গীর কবির, গোলাপ মিয়া, শফিক মিয়া, সাবেক কমিশনার আজিজুর রহমান শামীম, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এড. কামরুজ্জামান অপু, শহর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আরিফুর রহমান বাপ্পী, বিশিষ্ট ব্যবসায়ী মনসুর রানা, আহসানুর রহমান শাহী মোল্লা, সোহেল কবীর, বন্ধন, দুলাল মুন্সী, সাত্তার মিয়া, জহিরসহ এলাকার মুরুব্বীগণ। ঈদ সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল চাল, আলু, ডাল, তেল, সেমাই, চিনি ও দুধ ইত্যাদি।

ঈদ সামগ্রী বিতরণকালে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে পৌর মেয়র নায়ার কবির বলেন, সারাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কর্মহীন, দুস্থ, অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা প্রদানের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও নিজ উদ্যোগে কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা প্রদান করছে। তিনি বলেন, আমরা বিশ্বময় এক মহা সংকটের মুখোমুখি অবস্থান করছি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গোটা বিশ্বেই অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছে। জীবন বাঁচাতে লকডাউনের ফলে দিশেহারা হয়ে পড়ছে খেটে খাওয়া, হতদরিদ্র ও ভাসমান মানুষেরা। এদের কথা মাথায় রেখে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে। তাদের মাঝে খাদ্য সহায়তা, নগদ অর্থ ও শিশু খাদ্য বিতরণ করছেন বর্তমান সরকার। এমনকি আজ ঘরে বসে বিকাশ এর মাধ্যমে অর্থ সহায়তার ব্যবস্থা করেছেন বর্তমান সরকার। এই মানবিক বিপর্যয় ঠেকাতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে সংকট মোকাবেলা সহজতর হবে।






Shares