শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ হবে সুখী-সমৃদ্ধশালী এক সর্বাধুনিক রাষ্ট্র,—মোকতাদির চৌধুরী এমপি
পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য জননেতা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ হবে সুখী-সমৃদ্ধশালী এক সর্বাধুনিক রাষ্ট্র। এই রাষ্ট্রীয় কাঠামোতে প্রতিষ্ঠিত হবে শোষণমুক্ত সমাজ। তিনি আরো বলেন,যারা একদিন ডিজিটাল বাংলাদেশ নিয়ে ঠাট্টা-মশকারা করতো তারাও এখন ডিজিটাল বাংলাদেশের আওতার ভেতরে থেকে সকল সুযোগ-সুবিধা ভোগ করছে। ডিজিটাল বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে চাই সুশিক্ষিত,বিজ্ঞানমনস্ক,অসাম্প্রদায়িক বাংলাদেশে। যে বাংলাদেশকে নিয়ে সারা বিশ্বের মানুষ প্রশংসামূলক বক্তব্যই দিতে থাকবে। তিনি আরো বলেন,সকল নাগরিকদের বিকাশের জন্য যেসকল অধিকার তাদের দোরগোড়ায় পৌছানো দরকার শেখ হাসিনার সরকার তাই করে যাচ্ছে। দেশে আইনের শাসনের আওতায় সকল নাগরিকরা তাদের সর্বোচ্ছ সফলতা অর্জনে প্রচেষ্টা চালাচ্ছে।
তিনি বৃহস্পতিবার দুপুরে চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের সকল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত-আগামী দিনের বাংলাদেশ-শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠানে তাঁর বক্তব্যে এ কথা বলেন। কলেজের হালিমা রউফ চৌধুরী অডিটোরিয়ামে কলেজ অধ্যক্ষ মকবুল আহমেদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠান পরিচালনা করেন উপাধ্যক্ষ একেএম শিবলী।