শিক্ষার মান উন্নয়নে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার মান উন্নয়নে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের সচেতনতা সৃষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সুলতান ইউনিয়নের হাবলাউচ্চ গ্রামে হাবিব কিন্ডারগার্টেনে মাছিহাতা ফাউন্ডেশনের উদ্যোগে দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিক্ষানুরাগী নজরুল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাছিহাতা ফাউন্ডেশন এর চেয়ারম্যান বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজসেবক পীরজাদা সৈয়দ জুবায়ের আহমেদ।।
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মনিরুজ্জামান ভূঁইয়া শিপু, মো. মহিউদ্দিন, শেখ মহসিন, শেখ কাওসার প্রমুখ।
অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারাই হলেন শিক্ষার্থীর পথ প্রদর্শক; শিক্ষক ছাড়া যোগ্য সমাজ ও উজ্জ্বল জীবন কল্পনাতীত। শিক্ষকরা হলেন যুব সমাজের মূলস্তম্ভ। ছাত্রদের চরিত্র গঠনে তাদের ভূমিকা অপরিসীম।
তিনি আরো বলেন- শিক্ষকতা কেবল একটা চাকরি নয়। শিক্ষকতার পরিসর কেবল সময় বেঁধে অফিসে যাতায়াত আর ক্লাস-পরীক্ষা নেওয়ার মধ্যে সীমিত নয়। শিক্ষক হওয়া মানে অহঙ্কারি ও রাগী ‘স্যার’ বা ‘ম্যাডাম’ হওয়া নয়; একজন শিক্ষকের প্রকৃত দায়িত্ব হলো শিক্ষার্থীর অন্তর থেকে অন্ধকার দূর করে তাকে আলোকিত করা, একজন শিক্ষক হবেন শিক্ষার্থীর সেই পরম বন্ধু, যার কাছে শিক্ষার্থীরা জীবনের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়গুলো পরম আস্থার সাথে, পরম বিশ্বাস ও নির্ভরতার সাথে প্রকাশ করতে পারবে। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সহজ, সরল ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক গড়ে উঠলেই শিক্ষার্থী ক্রমে বিদ্যার্থী হয়ে উঠবে এবং জাতি উপকৃত হবে।
কর্মশালায় ২৫০ জন শিক্ষক অংশ নেন। শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সম্মাননা স্মারক দেয়া হয়।