Main Menu

লাইসেন্সবিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশ, দি ডাচ বাংলা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় লাইসেন্সবিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালনা করার অভিযোগে ‘দি ডাচ বাংলা ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের পুরাতন জেল রোডে ওই ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম।

পরে মোহাম্মদ জামশেদুল আলমের ভ্রাম্যমাণ আদালত ডায়াগনস্টিকটি সিলগালা করে দেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করেন।

ম্যাজিস্ট্রেট জামশেদুল আলম বলেন, প্রতিষ্ঠানটির লাইসেন্সসহ বৈধতার কোনো কাগজপত্র ছিল না। এছাড়া ডায়াগনস্টিক সেন্টারটি খুবই অপরিচ্ছন্ন ছিল। সেজন্য ভোক্তা অধিকার আইন এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী এটি সিলগালা করে দেয়া হয়েছে।






Shares