র্যাপ এর উদ্যোগে নিরাপদ অভিবাসন পাচার এর কুফল ও নিরাপদ স্বাস্থ্য সচেতনতা উঠান বৈঠক অনুষ্ঠিত
রুরাল অ্যাসিসটেন্স ফর পুওর ইমপ্লয়মেন্ট (র্যাপ) সংস্থার উদ্যোগে গতকাল মাছিহাতা ইউনিয়নে পৃথক ২টি জনসচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সকালে পাঘাচং গ্রামে বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের ভূঁইয়ার বাড়িতে “নিরাপদ অভিবাসন/ পাচার এর কুফল” বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে সভাপতিত্ব করেন ৪, ৫ ও ৬নং সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার ঝর্ণা বেগম।দুপুরে এস আই নাছির উদ্দিন এর বাড়িতে আয়োজিত “নিরাপদ স্বাস্থ্য” বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠকে সভাপতিত্ব করেন চান্দপুর তমিজ উদ্দিন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শেফালী বেগম।
র্যাপ নির্বাহী পরিচালক আশিকুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় উভয় বৈঠকে সর্বস্তরের নারী পুরুষদের বিদেশে নিরাপদ অভিবাসন এর লক্ষ্যে যাত্রার আগে বৈধ মাধ্যমে পাসপোর্ট ভিসা চুক্তিপত্র এবং ওয়ার্ক পারমিটের সঠিকতা নিশ্চিতে করণীয় বিষয়ে জানা, দালালদের মাধ্যমে অবৈধ পন্থায় পাচার হয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করলে কি কি সমস্যা ও দূর্ভোগের শিকার হতে হয় তা জানার জন্য র্যাপ এর কর্মকর্তাদের সহযোগিতা নেয়ার আহবান জানানোর পাশাপাশি নিজেদের সুস্থ জীবন যাপন নিশ্চিত করতে কি কি করলে নিরাপদ স্বাস্থ্য লাভ করা যাবে এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়াস্থ স্বেচ্ছাসেবী সংস্থা স্বপ্ন দেখতে শিখি (স্বদেশি) এর নির্বাহী পরিচালক সৈয়দ আজিজুর রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ উইমেন চেম্বার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জুম্মান আজিজ ইমা, র্যাপ এর ক্যাশিয়ার কল্পনা আক্তার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুখলেছুর রহমান, পল্লী চিকিৎসক মোঃ ফরিদ মিয়া, সমাজসেবক নুরুল ইসলাম প্রমুখ।প্রেস রিলিজ