রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধে ইসলামী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল
ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা নেতৃবৃন্দ বলেছেন, রোহিঙ্গা মুসলিম নর-নারী ও শিশুদের উপর চলমান অমানুষিক বর্বর নৃশংস নির্যাতন ও ধর্ষণ এবং গণহত্যা ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করেছে। অবিলম্বে এ নির্যাতন ও হত্যাযজ্ঞ বন্ধে এবং রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরে পেতে জাতিসংঘ, ওআইসি ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীসহ বিশ্ববিবেককে দ্রুত ভূমিকা নিতে হবে। এবং আরাকানকে নরকে পরিণতকারী নরখাদক অং সান সূচি’র নোবেল পুরষ্কার কেড়ে নিয়ে তাকে বিশ্ব আদালতে কঠোর বিচার করতে হবে। রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদ ও তাদের নাগরিকত্ব ফিরিয়ে দেয়া ও চলমান সংকট নিরসনে আন্তর্জাতিক চাপ সৃষ্টির দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের জেলা শাখার উদ্যোগে ফারুকী পার্ক থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব প্রাঙ্গণে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আইএবি’র জেলা সভাপতি মাও. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক হা. মাও. শাহ মোহাম্মদুল্লাহ’র উপস্থাপনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দ্বীনি সংগঠনের জেলা ছদর (প্রধান) সৈয়দ আনোয়ার আহমদ, নায়েবে ছদর মীর মোস্তাফিজুর রহমান, আন্দোলনের জেলা সহ-সভাপতি মাও. আব্দুল মালেক ফয়েজী ও শেখ মুহাম্মদ শাহ আলম, সেক্রেটারি মোহাম্মদ ওবাইদুল হক, জয়েন্ট সেক্রেটারি মাও. মাহমুদুল হাসান হিফয্, সাংগঠনিক সম্পাদক মাও. বেলাল হোসাইন, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম, ই. শা. ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ইবরাহীম খলিল, সাধারণ সম্পাদক এম আবু হানিফ নোমান, পৌর সাধারণ সম্পাদক সাইফুর রহমান তাসফি প্রমুখ।প্রেস রিলিজ