রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম এর স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে জেলা বিএনপিও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রেস বিজ্ঞপ্তি:: গতকাল শনিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের পাওয়ার হাউজ রোডে অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশ সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহিরের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জিল্লুর রহমান, এডঃ শফিকুল ইসলাম, এডঃ গোলাম সারোয়ার খোকন, হাজী সিরাজুল ইসলাম, আলহাজ্ব এ বি এম মোমিনুল হক, নজির উদ্দিন আহমেদ, ভিপি শামীম, মোঃ আলী আজম, এডঃ এম এ করিম, এডঃ কানন, জেলা যুবদলের আহবায়ক মোঃ মনির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ। এছাড়াও সমাবেশ সভায় উপস্থিত ছিলেন মোঃ আলমগীর হোসেন, মোঃ নিয়ামুল হক, এডঃ আলী আজম চৌধুরী, মোঃ মাহিন, হাজী মিজানুর রহমান, লোকমান হোসেন, এডঃ আব্দুর রহিম গোলাপ, বুলবুল আহমেদ মুসা, এডঃ আরিফুল হক মাসুদ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে মাঠে ময়দানে স্বসস্ত্র সংগ্রাম করে দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বীর উত্তম খেতাবে স্বাধীনতা পদকে ভূষিত হয়েছিলেন। আজ স্বাধীনতার ৪৩ বছর পরে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকার জিঘাংসার বশবর্তী হয়ে মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানকে হেয় প্রতিপন্ন করার জন্য স্বাধীনতা পদক প্রত্যাহার করে যে ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করেছেন এতে দেশের মুক্তিকামী ১৬ কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বক্তারা আরো বলেন, এই পদক অপসারণের মাধ্যমে গোটা মুক্তিযুদ্ধকে অপমান ও অস্বীকার করারই শামিল। বক্তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য জোর দাবী জানান।