ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার বিশেষ অভিযান
রামরাইলে পাওয়া অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় উদ্ধার ।ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার ও ০২ জন গ্রেফতার
প্রেস বিজ্ঞপ্তি: গত ১৭/০৬/২০১৭ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় ১০নং রামরাইল ইউপির সেন্দা গ্রামের মেম্বার জিলানী মোবাইল ফোনে জানান যে, সেন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ-পশ্চিমে জনৈক মতি মিয়ার জমিতে একজন অজ্ঞাত পুরুষ (২৮ মুসলিম) ব্যক্তির লাশ পড়ে আছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া অত্র থানার এসআই/সুমন চন্দ্র চক্রবর্তী সকাল ১১.৩০ ঘটিকার সময় বর্ণিত স্থানে উপস্থিত হয়ে অজ্ঞাত পুরুষ (২৮ মুসলিম) ব্যক্তির লাশ দেখতে পেয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ ময়না তদন্তের নিমিত্তে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন এর নেতৃত্বে এসআই/ইশতিয়াক আহমেদ, এসআই/সুমন চন্দ্র চক্রবর্তী, এসআই/রুবেল ফরাজী, এসআই/মিষ্টার আলী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পুনিয়াউট মোড়ের পশ্চিম পাশের্^ আমির হামজা ট্রেডার্স দোকান হইতে ০৫টি ব্যাটারী ও ০২টি সিট উদ্ধার করা হয় এবং দোকানের মালিক ১। সফিক মিয়া (৪০), পিতা-মৃত জয়দল মিয়া, সাং-নয়নপুর, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ভাটপাড়া এলাকা থেকে ঘটনায় জড়িত অপর আসামী ২। ইউসুফ আহাম্মেদ (২২), পিতা-মমিন মিয়া, সাং-ভাটপাড়া (নোয়াপাড়া), থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয় এবং ইউসুফের তথ্য মতে ভাটপাড়া নোয়াপাড়া সাকিনের শরীফ মিয়ার বাড়ির উঠান হতে ছিনতাই হওয়া অটোরিক্সাটি উদ্ধার করা হয়। পরবর্তীতে মৃতের স্ত্রী ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আসিয়া তার স্বামীর লাশ সনাক্ত করেন। জানা যায়, মৃতের নাম হৃদয় মিয়া (২৮), পিতা-আব্দুর রবাই, সাং-চাঁনপুর, থানা ও জেলা-সুনামগঞ্জ বর্তমানে রামধননগর (বিপ্লব চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। আরো জানা যায়, মৃত হৃদয় মিয়া অটোরিক্সা চালাতো। গত ১৬/০৬/১৭ইং তারিখ রাত ০৮.০০ ঘটিকার পর অটোরিক্সাসহ নিখোঁজ হয়। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।