ভাদুঘরে ট্রেনের ছবি তুলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আহত রিপনের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা ৩
ট্রেনের ছবি তুলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আহত রিপনকে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়েছে। নরসিংদী এলাকায় পৌছার পর তার মৃত্যু হয়। এর আগে গুরুতর আহত হওয়া রিপনকে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন।
উল্লেখ্য, রোববার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ভাদুঘর ভূইয়াপাড়া এলাকায় রেললাইনে বসে শুভ, পারভেজ ও রিপন কথা বলছিল। এসময় তারা চট্টগ্রামগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন গেলে তারা মোবাইলে ক্যামেরা দিয়ে সেই ট্রেনের ছবি তুলতে গেলে বিপরীত দিকে থেকে আসা ভৈরবগামী বাল্লা লোকাল ট্রেনের নিচে তারা কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই শুভ ও পারভেজের মৃত্যু হয়।
« ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু, আহত এক [ভিডিও] (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আশুগঞ্জে গাঁজাসহ দুই মাদকপাচারকারী আটক »