Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের বাংলা বিভাগের অনার্স শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

+100%-

ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের বাংলা বিভাগের অনার্স চুতর্থ বর্ষে ফাইনাল পরীক্ষায় অংশ নেয়া সম্মান শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় বাংলা বিভাগের কক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করে। পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নূর মোহাম্মদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এ.জেড.এম আরিফ হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামি শিক্ষা বিভাগের প্রধান ড.মাকসুদুর রহমান, সমাজ বিজ্ঞানের প্রধান বন্দে আলী মিয়া, উদ্ভিদ বিদ্যার প্রধান দিলারা আলম খাঁ, শিক্ষক পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদুল রহমান ভুইয়া, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. শরীফুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায় শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, ভাষাগত দক্ষতা হচ্ছে জ্ঞান চর্চার বৃওি। পড়াশোনার পাশাপাশি জ্ঞানের অর্জন বাড়াতে হবে। দেশ প্রেমিক হতে হবে। দেশের প্রতিটি কল্যাণময়ী কাজে সকলে মিলে অংশহগ্রহন করতে হবে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো.আব্দুর রউফ খান।