Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় হাসপাতালের ফার্মাসিস্ট ও নার্সিং সুপারভাইজারসহ ২৬জন শনাক্ত

+100%-

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় হাসপাতালের ফার্মাসিস্ট ও নার্সিং সুপারভাইজারসহ নতুন ২৬জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত সদর উপজেলায় ৪২৮ জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। যা নাকি উপজেলাভিত্তিক শনাক্ত তালিকায় সর্বোচ্চ।

রবিবার (৫ই জুলাই) রাতে জেলা সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৬টি নমুনার রিপোর্ট ও ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরিতে মেডিসিন এন্ড রেফারেল সেন্টার পিসিআর ল্যাবের ৩৮৬টি নমুনা রিপোর্টে সদর উপজেলায় ২৬জন করোনায় আক্রান্ত হয়েছে।

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ফার্মেসীর ফার্মাসিস্ট ১জন, নার্সিং সুপারভাইজার ১জন ও আয়া ১জন আক্রান্ত হয়েছে। এছাড়া এনসিসি ব্যাংকের অফিসার ১জন, পূর্ব মেড্ডা ১জন ও মধ্যমেড্ডা ২জন সহ পশ্চিম মেড্ডায় ১জন, কাউতলী ৩জন, বাগানবাড়ি ২জন, খৈয়াসার ২জন, পশ্চিম পাইকপাড়া ১জন, মধ্যপাড়া ১জন, কাজীপাড়া ১জন, দক্ষিণ মৌড়াইল ১জন, হালদার পাড়া ১জন চিকিৎসক, ডিসি ও এসপি রোডে ১জন, সদর উপজেলার নাটাই ১জন, সুহিলপুর ২জন, ঘাটুরা ১নং গ্যাস ফিল্ডের ১জন ও মাছিহাতা ইউনিয়নের আটলা ১জন করোনা ভাইরাস পজিটিভ আসছে।