Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বিয়ে বাড়িতে গান বাজানো কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ২৫

+100%-

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাপুইর গ্রামে সোমবার দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। বিয়েবাড়িতে গান বাজানোর ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ বেশ কয়জনকে আটক করেছে।
জানা গেছে, চাপুইর গ্রামের রহিম মিয়ার মেয়ের বিয়ে উপলক্ষে গত রবিবার রাতে গান বাজানো হয়। এ নিয়ে গ্রামের রাজু আহমেদ ও বিল্লাল মিয়া নামের দুই ব্যক্তির মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে সোমবার উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহতদের মধ্যে বাবুল মিয়া, রুনা বেগম, জয়নাল মিয়া, জামাল মিয়া, সাইফুল মিয়া, রাব্বি মিয়া, মজনু মিয়া, রিফাত, কালু মিয়া, ইকবাল মিয়া, শাহীন মিয়া, বাদল মিয়া, নাঈম মিয়া, শরীফুল ইসলাম, জানু মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. নবীর হোসেন জানান, ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।






0
0Shares