Main Menu

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ভাদুঘর পৌর বাস টার্মিনাল আধুনিকায়নের লক্ষ্যে টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠিত

+100%-

গতকাল সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র কার্যালয়ে শহরের ভাদুঘর পৌর বাস টার্মিনাল আধুনিকায়নের লক্ষ্যে টেকনিক্যাল কমিটির সভা পৌর মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন টেকনিক্যাল কমিটির সদস্য ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাই ডাবলু, রফিকুল ইসলাম নেহার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সওজ ব্রাহ্মণবাড়িয়ার উপ সহকারী প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ কাউসার আহমেদ প্রমুখ। সভায় অতি অল্প সময়ের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে অবস্থিত পৌর বাসটার্মিনালটি আধুনিক মান সম্মত একটি রূপরেখা দাড় করানোর পরিকল্পনা গ্রহণ করা হয়। উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির দিক নির্দেশনায় এই কার্যক্রমের অগ্রগতির লক্ষ্যে প্রথম সভা গতকাল অনুষ্ঠিত হয়।






0
0Shares