Main Menu

ব্রাহ্মণবাড়িয়া জেলায় আ.লীগের ইউপি চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

+100%-

ইউনিয়ন পরিষদ (ইউপি) ও উপজেলা পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভায় দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

শুক্রবার বিকেল সাড়ে ৪টা এক বৈঠকে মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা:

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলায় (উত্তর) এম আসলাম মৃধা, নাসিরনগর উপজেলার ভলাকুটে রুবেল মিয়া, বিজয়নগরের পাহাড়পুরে মোহাম্মদ আবুল কালাম।

সূত্র

নির্বাচন অফিস সূত্র জানায়, আসন্ন উপ-নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে আগামী ১২ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৪ জুন। প্রার্থীতা প্রত্যাহারের ২১ জুন ও  ১৩ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।।






0
0Shares