ব্রাহ্মণবাড়িয়া আপনার শ্বশুর বাড়ি? আমি বললাম তা হলে ভালোই হত: সৈয়দ আবুল মকসুদ
ব্রাহ্মণবাড়িয়ার সাথে তার সম্পর্ক আত্বার। তাই ব্রাহ্মণবাড়িয়া থেকে কোন অনুষ্ঠানের দাওয়াত পেলে তিনি না এসে পারেন না বলে জানিয়েছেন দেশ বরেণ্যে লেখক-সাংবাদিক, কলামিষ্ট ও বুদ্ধিজীবি সৈয়দ আবুল মকসুদ।
রবিবার সন্ধ্যায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউ. এস. এ কর্তৃক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট লেখক উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে বঙ্গবন্ধু লিডারশিপ এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখার সময় তিনি এ বক্তব্য আলোকপাত করেন।
আবুল মকসুদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সাথে আমার সম্পর্ক ৫০ বছরের । স্বাধীনতার আগে থেকে আমি এখানে আসা যাওয়া করি। আর সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনের সাথে ও আমার সম্পর্কটা পুরোনো।
মধ্যপাচ্যে যুদ্ধ শুরু হলে আমি এ হল থেকেই আমার মার্কিনি পণ্য বর্জনের কর্মসূচি শুরু করি।
তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া দেশের অন্য জেলাগুলোর মত নয়। এটা দেশের সাংস্কৃতির রাজধানী।
তবে গত বছরের জানুয়ারীতে হয়ে যাওয়া সাংস্কৃতিক হামলা শুধু ব্রাহ্মণবাড়িয়ার লজ্জা নয় আমাদের পুরো বাঙ্গালির লজ্জা।
এক পর্যায়ে তিনি স্মৃতিচারণ করে বলেন, ব্র্রাহ্মণবাড়িয়ায় তার ঘনঘন আসা যাওয়া দেখে এক লোক তাকে প্রশ্ন করেছিলেন যে তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে কিনা?
তিনি উত্তরে না বলেন।
সে সময় তার পাশে থাকা অপর ব্যাক্তি আবুল মকসুদকে প্রশ্ন করেন তাহলে ব্রাহ্মণবাড়িয়ায় তার শ্বশুর বাড়ি কি না?
প্রতিউত্তরে সৈয়দ আবুল মকসুদ বলেছিলেন, তা হলে ভালোই হতো।