ব্রাহ্মণবাড়িয়ায় ৯২ জনের মনোনয়নপত্র জমা, মেয়র পদে দলীয় পাঁচ, স্বতন্ত্র এক
প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভা নির্বাচনে সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে ৯২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। এদের মধ্যে মেয়রপদে দলীয় পাঁচ ও স্বতন্ত্র একজন, সাধারণ কাউন্সিলর পদে ৭২জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন মনোনয়পত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আ.লীগের সহসভাপতি ও জেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবীরের সহধর্মিণী মিসেস নায়ার কবির, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী পৌর জাতীয় পার্টির সদস্য ও সদর উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক আনিছ খান, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ইউসুফ ভূইয়া, ইসলামী আন্দোলনের নেতা সিরাজুল ইসলাম ভূইয়া, সতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা গোলাম মোস্তফা ওরফে রাফি।
জানা গেছে, মেয়র পদে নয়টি, সাধারণ কাউন্সিলর পদে ৭৫টি ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। জামায়াতের কোন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেনি।
ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মো. বশিরুল হক ভূঞা জানান, সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলর পদে ৭২জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪জন মনোনয়নপত্র জামা দিয়েছেন।
উল্লেখ্য, দ্বিতীয় দফায় আগামী ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।