ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মিনারে চরম বিশৃঙ্খলা
ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে চরম বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে। সংসদ সদস্য, জেলা জজ ও জেলা প্রশাসক ফুল দিয়ে যাওয়ার পর শহীদ মিনারের ফুল দেয়া নিয়ে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। কে কার আগে ফুল দিবে এ নিয়ে চলে প্রতিযোগিতা। আবার ফুল দেয়া শেষ হলেও অনেকেই সেলফি নেয়া ও ফটোসেশনে ব্যস্ত হয়ে পড়েন। এতে চরম বিশৃঙ্খলা দেখা দেয়।
এদিকে, বিএনসিসি সদস্য, আনসার সদস্য, পুলিশ সদস্য শৃংখলার দায়িত্বে থাকলেও তাদেরকে কার্যকর ভূমিকা নিতে দেখা যায়নি। চরম বিশৃঙ্খলা চলাকালীন বিএনসিসি সদস্যদের জেলা প্রশাসকের সঙ্গে ফটো সেশন করতে দেখা গেছে। এর মধ্যে কেউ কেউ জুতা নিয়ে শহীদ বেদীতেও উঠে পড়েন।
উল্লেখ্য, মহান ভাষা শহীদদের সম্মান জানাতে রাষ্ট্রীয়ভাবে রাত ১২ টা ১ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।