Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, হাইড্রোলিক হর্ন জব্দ-জরিমানা

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদফতরের উদ্যোগে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্টে ৩টি পরিবহনে ৩টি মামলায় ৬০০০ টাকা জরিমানাসহ ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

২৮ ডিসেম্বর,বুধবার বেলা ১১টায় শব্দ দূষণের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টে অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৩টি পরিবহনকে ৩ টি মামলায় মোট ৬,০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এছাড়াও গাড়িগুলো থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়। একইসা‌থে প্রায় ১০০টি বাস, ট্রাক ও অটোরিক্সাতে শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত স্টিকার সে‌টে দেয়া হয়।

উক্ত মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ নেওয়াজ। এছাড়াও পরিবেশ অধিদফতরের পরিদর্শক জোবায়ের হোসেন ও অন্যান্য কর্মচারী এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর টিম সহযোগিতা করেন। তারা জানান, প‌রি‌বেশ সুরক্ষায় এ ধর‌নের অভিযান অব্যাহত থাক‌বে।






Shares