ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুমহলের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে বর্ণাঢ্য র্যালী, ক্রিকেট খেলা, লাঠি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
গত ২৭ জুন মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদরের বিভিন্ন এলাকার বন্ধু মহলের আয়োজনে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষ্যে স্থানীয় লোকনাথ দিঘীরপাড়ে বিকাল ৩টায় বন্ধু মহলের ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালীর অগ্রভাগে বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী লাঠি খেলার একটি দল সুসজ্জ্বিতভাবে অংশ নিয়েছিল। পরে র্যালী শেষে স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বন্ধু মহলের সদস্য মোঃ ওসমান মিয়া, মোঃ ইকবাল হোসেন ময়না, এম এ কে মুরাদ, মোঃ জাহাঙ্গীর হোসেন, আলহাজ্ব সাইফুল ইসলাম খান রনি, সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদা, মোহাম্মদ কামাল হোসেন, মোঃ জাকির হোসেন, এডঃ মোঃ সামসুল আরেফিন, আনাছ খান, মুখলেছুর রহমান মনি, ইয়াছিন মাহমুদ, সাংবাদিক মোঃ মনির হোসেন, রাশেদ কবির আখন্দ, মোস্তাক আহমেদ পাভেল, ডাঃ মনিরুল ইসলাম চয়ন, মানসুর রানা, মোক্তাদুর রহমান মোক্তার, জসিম উদ্দিন বেপারী, মনিরুল ইসলাম টিক্কা, এডঃ আরিফুল হক মাসুদ, মাহবুব আলম, মোঃ জাকির হোসেন (বিজিএফসিএল), আবু নাসের সজরুল হক সুজন, মোহাম্মদ জসিম উদ্দিন, মোঃ শরাফত হোসেন, আপেল মাহমুদ, রাশেদুল্লাহ্, আকরাম হাবিব জাবেদ, বুলবুল আহমেদ মুসা, মোঃ সোহরাব হোসেন, রাকিবুল হক রনি, মোঃ আব্দুস শহীদ, মোঃ মামুনুর রশিদ চৌধুরী, মোঃ কার্জন, মোঃ মন্টি মৃধা, তাজুল ইসলাম বাবুল, রাকিবুল হক রনি, শিহাবউদ্দিন চপল, কানাই সাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ কামরুল হাছান খান মাসুদ ও ফয়সল আজিজ ভূইয়া।
এ সময় বন্ধুমহলের প্রায় চার শতাধিক বন্ধু উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তাগণ বন্ধু মহলের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা প্রতি বছর এ রকম বন্ধু মহলের মিলনমেলা ঘটানোর জন্য সকলের প্রতি আহবান জানান। আলোচনা সভাশেষে র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।