ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়কে সব ধরনের অবৈধ যান চলাচল বন্ধসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঘোষিত লাগাতার পরিবহন ধর্মঘট জেলা প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে প্রত্যাহার করে নিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক- শ্রমিক ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে জেলা সড়ক পরিবহন মালিক- শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের এক জরুরী বৈঠকে পরিবহন মালিক শ্রমিকদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে এই ধর্মঘট প্রত্যাহার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আলমগীর হোসেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী জসীম উদ্দিন জমসেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, জেলা সড়ক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ওমর ফারুক জীবন, ব্রাহ্মণবাড়িয়া বাস-মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি কাজী আজাদ, জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর রহমান চৌধুরী,বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ন-সম্পাদক এড.শাহাদাৎ হোসেন বাবুল, সহ-সম্পাদক ফায়েজ খাঁন, সাংগঠনিক সম্পাদক মুন্সি ফরিদ আহমেদ, দপ্তর সম্পাদক আক্তার মিয়া, লোকাল বাস পরিচালনা কমিটির সভাপতি আবুল বাসার, সহ-সভাপতি মলাই মিয়া, সম্পাদক নিয়ামত খাঁন, সহ-সম্পাদক হারুণ অর রশিদ, কার্যকরী সদস্য শামসুজ্জামান আবু, জেলা ট্রাক মালিক গ্র“পের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী শেখ মোঃ আক্কাস, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন খোকন, আশুগঞ্জ ট্রাক মালিক সমিটির সভাপতি তৌহিদুল ইসলাম নাছির, আশুগঞ্জ ট্রাক মালিক গ্র“পের সাধারণ সম্পাদক নূরুল হক সরকার, আশুগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদন মিয়া(নান্টু) সহ জেলা পরিবহণ সেক্টরের মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।