Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ধর্মঘট চলছে : রাজধানী ঢাকা-চট্রগ্রাম ও সিলেটের সাথে বাস মিনিবাস চলাচল বন্ধ

+100%-

মহাসড়কে নিষিদ্ধ অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও মহাসড়কের দুইপাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার সকাল থেকে লাগাতার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ব্রাহ্মনবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘট আহ্বান করে। সোমবার রাতে শহরের মেড্ডা বাসষ্ট্যান্ডে সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক জরুরী সভা থেকে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্যপরিষদের সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া এ কর্মসূচীর ঘোষণা করেন।
এদিকে, আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে ব্রাহ্মনবাড়িয়ার ভাদুঘর ও মেড্ডা বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও লোকাল কোন বাস ছেড়ে যায় নি। ধর্মঘটের কারনে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্রাগ্রাম ও দেশের পূর্বাঞ্চলের বৃহত্তর জেলা সিলেটের সাথে বাস মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে সৃষ্ট পরিস্থিতিতে ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রশাসকের কার্য্যালয়ে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বেলা ১২টায় পরিবহন নেতৃবৃন্দের সাথে এক বৈঠক আহবান করা হয়েছে।






Shares