ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ১৪৪ জনের করোনা ভাইরাস শনাক্ত।।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ৩১ জনসহ জেলায় নতুন ১৪৪ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় সংক্রমণের হার ৩৩.৮% ছাড়িয়েছে৷ এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৫২৯৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩৯৫৭ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে। জেলায় ৭৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন। ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র্যাপিড এন্টিজেন ল্যাবের ৪২৬টি রিপোর্টে নতুন আরও ১৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৩১ জন, কসবা উপজেলায় ২০ জন, সরাইল উপজেলায় ০৪ জন, আখাউড়া উপজেলায় ০৫ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৭ জন, নাসিরনগর উপজেলায় ০১ জন, নবীনগর উপজেলায় ৩৬ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সর্বশেষ জেলায় ৫২৯৬ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ২২০০ জন, আখাউড়া উপজেলায় ৩৫৬ জন, বিজয়নগর উপজেলায় ১৪৯ জন, নাসিরনগর উপজেলায় ১৫৪ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ৩২২ জন, নবীনগর উপজেলায় ৭৫২ জন, সরাইল উপজেলায় ২৪৭ জন, আশুগঞ্জ উপজেলায় ৪৮১০ জন ও কসবা উপজেলায় ৬১০ জন।
সর্বশেষ জেলায় ৩৯৫৭ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। উপজেলা ভিত্তিক নতুন ২৬ জনের সুস্থতার তালিকা এখনো জানা যায়নি। তবে গতকাল পর্যন্ত সদর উপজেলায় ১৭৫১ জন, আখাউড়া উপজেলায় ২৬৫ জন, বিজয়নগর উপজেলায় ১২৭ জন, নাসিরনগর ১৩৪ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ২২৭ জন, নবীনগর উপজেলায় ৫০৩ জন, সরাইল উপজেলায় ১৬৮ জন, আশুগঞ্জ উপজেলায় ৩৭৫ জন ও কসবা উপজেলায় ৩৮১ জন।
সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ৭৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৪ জন, আখাউড়া উপজেলায় ১৩ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নাসিরনগর উপজেলায় ০৪ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন, নবীনগর উপজেলায় ১৬ জন, সরাইল উপজেলায় ০৪ জন, আশুগঞ্জ উপজেলায় ০৫ জন ও কসবা উপজেলায় ০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৫২৯৬ জন আক্রান্তের মধ্যে ৩৯৫৭ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১১৪৫ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ১০৯৩ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ৫২ জন রোগী। এখন পর্যন্ত জেলায় ৪১৫০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৪১৩২২ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৫২৯৬ জন আক্রান্ত হয়েছে৷