ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরও ১০৫ জন করোনা আক্রান্ত, মোট ৫১১
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
পাঁচ দিন পর বৃহস্পতিবার এসেছে করোনা পরীক্ষার রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া জেলায় নতুন করে আরও ১০৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আসা রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়। এনিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ৫১১ জনে দাঁড়িয়েছে।
এতে জানানো হয়, ৫দিন পর বৃহস্পতিবার আসা পিসিআর রিপোর্টে ১০৫ জনের পজিটিভ এসেছে। এরমধ্যে জেলা সদরের সদরে ৪৭, কসবায় ৩৭, বিজয়নগরে ২, আশুগঞ্জে ৪, সরাইলে ৮ ও নবীনগরে ৭জনের পজিটিভ এসেছে।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী জেলায় আক্রান্তদের মধ্যে ৮৯ জন সুস্থ হয়েছেন, মারা গেছেন ৬জন।
« বিজয়নগরে বিপুল পরিমান গাজা সহ একজন আটক, প্রাইভেটকার জব্দ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ায় আবারও টর্নেডো, ১২ ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ »