Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ৯টি ট্যাংকার লাইনচ্যুত: উদ্ধার কাজ চলছে, তদন্ত কমিটি গঠন

+100%-

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটারে কলেজপাড়া এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রেনের ৯টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

এদিকে লাইনচ্যুত সব ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়েছে পাশের রাস্তা ও খালে। দুর্ঘটনায় রেললাইনেরও ক্ষতি হয়েছে।

ট্রেনটির পরিচালক আরমান হোসেন মজুমদার  জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটারে আসার পরই বিকট শব্দ শুনতে পাওয়া যায়। এরপরই দেখেন ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী ষ্টেশন মাষ্টার শোয়েব আহমেদ জানিয়েছেন, এ দুর্ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে না। ডাউন লাইনে ট্রেন চলাচল করছে।

ঘটনার খবর সেখানে ফায়ার সার্ভিস ও পুলিশ ছুটে আসে।

ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শারফুল আলম জানান, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ ও আখাউড়ার দমকল বাহিনী খবর পেয়ে উদ্ধার কাজে ছুটে আসে।

ঘটনার পর ঢাকা ও আখাউড়া থেকে ২টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজ শেষ হতে আরও ৪/৫ ঘণ্টা সময় লাগবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।






Shares