ব্রাহ্মণবাড়িয়ায় জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশ :: দেশের এক ইঞ্চি মাটিতেও জঙ্গীদের স্থান দেয়া হবেনা…স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও সন্ত্রাসী, জঙ্গী ও বিচ্ছিন্নতাবাদীদের স্থান দেয়া হবেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সন্ত্রাস ও জঙ্গি দমনে জিরো টলারেন্সে রয়েছে। তিনি আরো বলেন, এখনকার পুলিশ বিগত ১০ বছরের পুলিশের তুলনায় অনেক শক্তিশালী। আমরা সময়ে সময়ে সন্ত্রাসী ও জঙ্গিদের সঙ্গে মোকাবেলা করে তা প্রমান করেছি।
তিনি মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জেলা পুলিশ আয়োজিত জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য র, আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, সংসদ সদস্য ফজিলাতুননেছা বাপ্পি, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সামছুল হক প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।