ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব
ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বোর্ডিং মাঠে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ছোট-বড় সবাই মেতে উঠে এ উৎসবে। এটা ঢোল-তবলা বাজানো কোন উৎসব নয়। শিশু-কিশোর, যুবকসহ সবাই মেতেছে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবে। আকাশে উড়ছে বিভিন্ন রঙের ঘুড়ি। আকাশে উড়ে বেড়ানো এসব কাগুজে প্রাণীর দৌড়ঝাঁপ আর কাটাকাটির লড়াই উপভোগ করতে পহেলা বৈশাখের সকাল থেকেই সেখানে ভীড় করেছেন দর্শকেরা।
শুক্রবার বেলা ১১টায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০০৩ সালে পাশ করা শিক্ষার্থীরা আবহমান কালের চিরায়ত ঐতিহ্যের স্মারক এ ঘুড়ি উৎসবের আয়োজন করে। তাদের উদ্যোগে প্রায় দেড়শ শিশু-কিশোরের হাতে তুলে দেওয়া হয় নানা রঙের ঘুড়ি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আয়কর আইনজীবি জহিরুল ইসলাম ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি,সাংবাদিক মজিবুর রহমান খান প্রমূখ।