Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ চার ছিনতাইকারী আটক

+100%-

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট এলাকায় অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ চার ছিনতাইকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা হল, জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকার রিপন মিয়া (২২), মোহাম্মদ আমির হোসেন (২০), মোহাম্মদ রিদয় (১৮) ও আকাশ মিয়া (১৮)। আটককৃতদের কাছ থেকে দুটি বড় রাম দা, একটি ছুরি, একটি লাঠি ও ছিনতাই করা একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের জেলা শহরের পুনিয়াউট এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের চারজন সক্রীয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে টি বড় রাম দা, একটি ছুরি, একটি লাঠি ও একজন কলেজ ছাত্রের কাছ থেকে সদ্য ছিনতাই করা একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মামলা নিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।