Main Menu

বাঞ্ছারামপুরে গভীর রাতে মুখোশ পড়ে ডাকাতি; স্বর্ণালঙ্কার ও টাকা লুট

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত দুইটার দিকে ৮/১০ জনের সশস্ত্র দল সোনারামপুর গ্রামের দক্ষিনপাড়ার ডেঙ্গা হাটির লীল মিয়ার বাড়িতে ডাকাতি করে। এসময় ডাকাত দলের সবাই মুখোশ পড়া ছিলো।

ডাকাত দল লিল মিয়ার ছেলের বউ সুমি আক্তারের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে জিম্মি করে ১৩ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ডাকাতির ঘটনায় সোনারামপুর গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন চৌধুরী বলেন, সোনারামপুরে কিছুই ঘটেনি।






0
0Shares