বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী :ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণ্যাঢ্য আয়োজনে পালিত
ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণ্যাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। একাদশ বর্ষপূর্তি ও দ্বাদশ বর্ষে পর্দাপন উপলক্ষে গতকাল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বর থেকে একটি বর্ণ্যাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমী অডিটিরিয়ামে আলোচনা সভা কেক কাঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেনজেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, তিনি বলেন বাংলাভিশন একটি জনপ্রিয় গণমাধ্যম, এর অগ্রযাত্রা সামনে দিকে আরো এগিয়ে যাবে এটা আমার বিশ্বাস, তিনি আরো বলেন, ক্ষুধা,দারিদ্রমুক্ত, জঙ্গিবাদ, মাদক মুক্ত দেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখবে। বাংলাভিশন এদেশের সংস্কৃতি লালন করে এগিয়ে যাচ্ছে। আগামী দিনে চ্যানেলটি গ্রাম পর্যায়ে শিক্ষা বিস্তারে জুরালো ভূমিকা রাখবে। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো: মিজানুর রহমান পিপিএম(বার) বলেন, ইলেক্টনিক মিডিয়ার প্রতিযোগিতায় এসময়ে বাংলাভিশন এগিয়ে রয়েছে, তাদের অগ্রযাত্রা আরো গতিশীলতায় এগিয়ে যাবে।বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, শিক্ষাবিদ অধ্যক্ষ সোপানুল ইসলাম, বিজয়নগর আওয়ামীলীগের সভাপতি জহিরুল হক ভূইয়া । স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিনিধি আশিকুল ইসলাম। এশিয়া টেলিভিশনের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান পারভেজ এর সঞ্চালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী,সাবেক সভাপতি মো:আরজু,সমতট বার্তার সম্পাদক ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মঞ্জুরুল আলম,প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি ও আ.ফ.ম কাউসার এমরান,সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহীন,সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রা,চেম্বার অব কমার্সের সহ সভাপতি আলহাজ্ব শাহ আলম,সুহিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোবারক মুন্সি, কমরেড নজরুল ইসলাম, আইডিয়াল রেসিডেন্টসিয়াল স্কুলের উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম, এনটিবি ষ্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু, মোহনা টিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম শাহজাদা,দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি শাহজাহান সাজু, দৈনিক মানবজমিন ও ইনডিপেন্টডেন্ট টিভির জেলা প্রতিনিধি জাবেদ রহিম বিজন, জিটিভির জেলা প্রতিনিধি জহির রায়হান,যমুনা টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম,আরটিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল,এসএটিভির মনিরুজ্জামান পলাশ, নিউজ ২৪ জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, চ্যানেল নাইন প্রতিনিধি আল মামুন,সাংবাদিক মজিবুর রহমান খান,শফিকুল ইসলাম স্বপন,সাপ্তাহিক প্রতিচ্ছবির ভারপ্রাপ্ত সম্পাদক আশিকুর রহমান মিঠু, চ্যানেল ২৪ চিত্র গ্রাহক প্রকাশ দাস. এনটিভি চিত্র গ্রাহক আহসানুল হক নয়ন সহ শহরের বিশিষ্ট ব্যাক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার প্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।