Main Menu

ফুটবল খেলা নিয়ে ছয়বাড়িয়া ও আমিনপুর গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

+100%-

songgorso new
ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে ছয়বাড়িয়া ও আমিনপুর গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে আমিনপুর গ্রামের একটি খেলার মাঠে ফুটবল খেলা চলছিল। এ সময় একটি গোলের স্পষ্টতা নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পরে দুই পক্ষ। পরে উভয় পক্ষের কয়েকশ’ লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।