Main Menu

প্রাণহানি এড়াতেই ব্রাহ্মণবাড়িয়ায় নিরব ছিল প্রশাসন- চট্রগ্রাম বিভাগীয় কমিশনার

+100%-

প্রাণহানি এড়াতেই প্রশাসন নিরব ছিল বলে জানিয়েছেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি। তিনি বলেন, জানমালের নিরাপত্তা দেয়ার জন্য যে কৌশল নেয়া দরকার আইনশৃঙ্খলা বাহিনী সেই ব্যবস্থা নিয়েছে। জীবন রক্ষা করাও আইনশৃঙ্খলা রক্ষার অংশ। জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহীনির ভূমিকা নিরব ছিল, স্থানীয় সাংসদ র.আ. ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিভাগীয় কমিশনার। সোমবার বিকেলে তিনি রেলস্টেশন, পৌরভবন, শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরসহ হেফাজতের তান্ডবে ক্ষতিগ্রস্থ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। কমিশনার বলেন, তান্ডবের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। দায়িত্ব পালনে প্রশাসনের গাফিলতি আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, তদন্ত করে কার কতটুকু দায়িত্ব ছিল সেটা নির্ধারণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এসময় জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






Shares