প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারীদের এগিয়ে নিতে ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করছে:: মোকতাদির চৌধুরী এমপি
জাতীয় মহিলা সংস্থার আয়োজনে প্রশিক্ষণের সনদ বিতরণ
পার্বত্য চট্রগ্রাম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারীদের এগিয়ে নিতে নানা পদক্ষেপ বাস্তবায়ন করছে। তিনি বলেন এ সরকারের আমলে নারীরা অনেক এগিয়েছে, হাই কোর্ট সুপ্রিম কোর্ট, সামরিক বাহিনী, প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছে। নারীদের আত্মনির্ভর শীল করতে প্রশিক্ষণ সহ কর্মসংস্থানের জন্য ঋণ কার্যক্রমের নানা ব্যবস্থা রয়েছে। জাতীয় মহিলা সংস্থা নারীদের উন্নয়নে কাজ করছে। নারীদের উন্নয়নে অধিকতর সাবলম্বী হতে সরকার আন্তরিক চেষ্টা করছে। তিনি বলেন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যারা মা বোন স্ত্রী কন্যার ইজ্জত দিতে জানে না তারাই নারীদের পিছিয়ে রেখেছে, তিনি নারীদের এগিয়ে এসে আত্মনির্র্ভরশীল হওয়ার আহবান জানিয়েছেন।
শুক্রবার জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে মহিলা সংস্থা পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচীর সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লুৎফুর নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামীরীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান ফরিদা নাজমীন। বক্তব্য রাখেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, মহিলা সংস্থার জেলা কমিটির সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ বাশার। অনুষ্টান উপস্থাপনা করেন আল আমীন শাহীন।
অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থা পরিচালিত সেলাই এমব্রয়ডারি, কম্পিউটার, খাদ্য পক্রিয়াজাত করণ, বিউটিফিকেশন প্রশিক্ষণের তিন শতাধিক প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।