Main Menu

প্রতিবন্ধিদের কল্যাণে বর্তমান সরকার ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে –অতিরিক্ত সচিব কামরুন নাহার খানম

+100%-

ortistic২৭ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহার খানম। এ সময় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব খোরশেদ আলম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়ার কবীর, আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোস্তফা মাহমুদ সারোয়ার, প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের কমকর্তা গায়েত্রী দেবনাথ ও আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকাবৃন্দ।

পরিদর্শনকালে অতিরিক্ত সচিব কামরুন নাহার খানম বলেন, প্রতিবন্ধিদের কল্যাণে বর্তমান সরকার ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। একটা সময় প্রতিবন্ধি শিশুদেরকে মানুষ ঘর থেকে বাহির করত না, তাদেরকে বোঝা মনে করত। কিন্তু বর্তমান সরকার প্রতিবন্ধিদের শিক্ষাসহ বিভিন্ন কার্যক্রমে অর্ন্তভুক্ত করেছে। প্রতিবন্ধিদের সরকারীভাবে ভাতার ব্যবস্থা করেছে। চাকুরী ক্ষেত্রে প্রতিবন্ধিদেরকে কৌটা ভিত্তিক অগ্রাধিকার দেওয়ার হচ্ছে। আমরা সরকারের পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে সারাদেশে কাজ করে যাচ্ছি।প্রেস রিলিজ






Shares