৩১ মে বুধবার বিশ্ব তামাকমুক্ত দিবস
ধুমপান রাষ্ট্র এবং সমাজের জন্য ক্ষতিকর —-জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান
৩১ মে বুধবার বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের আয়োজনে ইপসা ও স্বদেশি’র সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বদেশি’র নির্বাহী পরিচালক ও ইপসা’র প্রতিনিধি সৈয়দ আজিজুর রহমান। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সারোয়ার জাহান, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ আব্দুল মালেক, প্রেসক্লাব সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, চেম্বার সহ সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম, সমাজসেবক কমরেড নজরুল ইসলাম প্রমূখ। সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাজবাহুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আসাদুজ্জামান, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক, উইমেন চেম্বার প্রতিনিধি, বাংলাদেশ তামাক বিরোধী জোটের প্রতিনিধি, বেসরকারি সংস্থা ব্র্যাক, র্যাপ, স্বদেশি, ইপসা, ব্রীজ এর প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, ধুমপান রাষ্ট্র এবং সমাজের জন্য ক্ষতিকর। সরকার তাই গণস্বাস্থ্যের দিকে গুরুত্ব দিয়ে ২০৪০ সালের মধ্যে ধুমপানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভিশন ২০৪০ ঘোষণা দিয়েছেন। সে লক্ষ্যে সকলকে একযোগে সচেতনতা বাড়ানোর জন্য কাজ করতে হবে। ধুমপানের ফলে কর্মাক্ষমতা হারিয়ে ফেলে, ক্যান্সার, হৃদরোগ, আলসারসহ বিভিন্ন রোগের সৃষ্টি হয়। এই ক্ষতিকর দিকটা সকলকে বুঝাতে হবে। বিশেষ স্কুল কলেজগুলোতেও সচেতনতা বাড়ানোর জন্য গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরো বলেন, ধুমপান হচ্ছে মাদক গ্রহণের পূর্ব প্রস্তুতি। সুতরাং সমাজ/ পরিবার ধুমপানমুক্ত রাখতে পারলেই মাদকের ভয়াল ছোবল থেকে সমাজ তথা দেশকে রক্ষা করা যাবে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘তামাক- উন্নয়নের অন্তরায়’ এর উপর বক্তারা বিস্তারিত আলোচনা করেন।