ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি
দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য হলেন বিশ্ববিদ্যালয়টির সাবেক ছাত্র সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১) (ই) অনুযায়ী স্পিকার ড. শিরীন শারমনি চৌধুরী তাকে সিনেট সদস্য মনোনীত করেন।
উবায়দুল মোকতাদির চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বিএসএস ও এমএসএস ডিগ্রি অর্জন করেন।
র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-০৩ (সদর ও বিজয়নগর) আসনের পরপর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য।
এদিকে ব্রাহ্মণবাড়িয়াবাসীর অবিসংবাদিত এ নেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান জেলার সর্বস্তরের নাগরিকগন।
« নাসিরনগরে বিষ পানে তরুনীর আত্মহত্যা (পূর্বের সংবাদ)