Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায়এখন বিএনপি নিধন চলছে : রিজভী

+100%-

TMPSNAPSHOT1453383399124

‘ব্রাহ্মণবাড়িয়াতে এখন বিএনপি নিধন চলছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
‘মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ডের সাথে বিএনপির নেতাকর্মীরা জড়িত নয়’ দাবি করে রুহুল কবির রিজভী বলেন, ‘অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।’ সরকার ব্রাক্ষ্মণবাড়িয়াতে দুটি মাদ্রাসা ও একটি মসজিদ বন্ধ করে দিয়েছে’ বলেও অভিযোগ করেন রিজভী। ‘গণতন্ত্র নিখোঁজ ও খুন করা হয়েছে’ এমন মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার নিজেদেরকে গণতান্ত্রিক দেখানোর জন্য নির্বাচনী খেলা খেলছেন। স্থানীয় সরকার নির্বাচনে তারা ৮০ থেকে ৮৫ ভাগ ভোট কেটে নিয়েছে।’

প্রসঙ্গক্রমে তিনি বলেন, ‘বিচারপতি খায়রুল হক চিকিৎসার টাকা ও আইন কমিশনের চেয়ারম্যানের একটা চাকরি পাওয়ার জন্যই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে রাজার মত ক্ষমতা দিয়েছেন। বিতর্কিত রায়ের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে বাকশাল করার জন্যই সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির কোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।






Shares