Main Menu

জাতীয় শোক দিবস উপলক্ষে পহেলা আগস্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের কর্মসূচী

+100%-


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ উদ্যোগে আগামী পহেলা আগষ্ট থেকে ৩১ আগষ্ট (মাস ব্যাপী) বিভিন্ন গ্রহন করা হয়েছে।
আগামীকাল রাত ১২-০১ মিনিটে বঙ্গবন্ধু স্কয়ারে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবলীগের উদ্যোগে “মোমবাতি প্রজ্জলন”, পহেলা আগষ্ট সোমবার সকাল ৯টায় জেলা কৃষকলীগের উদ্যোগে বঙ্গবন্ধু স্কয়ারে “বৃক্ষরোপন ও সকাল ১০টায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে “খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জনে বর্তমান সরকারের অবদান” শীর্ষক আলোচনা সভার মধ্যে দিয়ে মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধন করা হবে।
এসব কর্মসূচীতে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার এক বিবৃতিতে শোকাবহ আগস্টের উদ্বোধনী অনুষ্ঠানের সকল কর্মসূচীতে দলীয় নেতা-কর্মীসহ মুক্তিযুদ্ধের চেতনাসিক্ত সকল নাগরিককে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন। (প্রেস বিজ্ঞপ্তি)


Shares