খালেদা জিয়ার সাজার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্রাহ্মণবাড়িয়া জজকোর্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
khadela
বিএনপির চেয়ারর্পাসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে সাজানো মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়বাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ০৫ দিন ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে এক বিশাল বিক্ষোভ মিছিল জেলা জজ র্কোট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলোত্তর প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আইনজীবী ফোরামের সভাপতি ও সাবেক পিপি এডঃ সফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডঃ আব্দুল মান্নান, আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এডঃ ফখরউদ্দিন আহমেদ খান, জেলা বিএনপির সহ-সভাপতি ও আইনজীবী ফোরামের সহসভাপতি এডঃ গোলাম সারওয়ার খোকন, এডঃ মোস্তাক আহমেদ শাহনেওয়াজ, এডঃ আব্দুর রহিম গোলাপ, সভাটি পরিচালনা করেন এডঃ আনিছুর রহমান মঞ্জু। সভায় আইনজীবীগণের মধ্যে উপস্থিত ছিলেস যথাক্রমে জনাব কাজী হাম্মাদুল ওয়াদুদ, আজাদ মিয়া, ফরিদ উদ্দিন খান, আহসান হাবিব চৌধুরী, আইনজীবী ফোরামের নবনির্বাচিত সহ-সভাপতি মোস্তাক আহমেদ শাহনেওয়াজ, তরিকুল ইসলাম খান রুমা, রফিকুল ইসলাম, বশির উদ্দিন আহমদ, বশির আহমদ, মোঃ ইউনুস সরকার, মোঃ মোবারক উল্লাহ, মোঃ মিজানুর রহমান, মোঃ ইসহাক মিয়া, মোঃ হানিফ, মাহাবুবুল বারী সরকার বুলবুল, মোর্শেদ আলম, মোঃ মিনহাজুল ইসলাম, বাদল মিয়া, মোঃ আলী আজম চৌধুরী, মোঃ কাশেম, আরিফুল হক মাসুদ, জসিম উদ্দিন, শরীফুল ইসলাম লিটন, মোঃ ইয়াছিন মিয়া, মোঃ জুম্মান চৌধুরী মোঃ মাসুম মিয়া, ফারুক হোসেন, সাদ্দাম হোসেন মিশুক সহ প্রায় শতাধিক আইনজীবি উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা অবিলম্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করেন এবং আরোও ০৩টি মামলায় বেগম খালেদা জিয়া শ্যোন এরেস্ট করায় সরকারের তীব্র নিন্দা করেন এবং বলেন আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করে এদেশে গণন্ত্রাতিক সরকার প্রতিষ্ঠা করা হবে। সভায় সভাপতি তার বক্তব্যে সকলকে শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়া জন্য উদ্ধাত্ত আহবান জানান।