কালভৈরব মন্দিরে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী পূজা হোমযজ্ঞ ও উৎসবানুষ্ঠান
৩৮ তম পুনঃপ্রতিষ্ঠাবার্ষিকী উপলকে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের মেড্ডাস্থ শ্রী শ্রী কালভৈরব মন্দিরে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী পূজা হোমযজ্ঞ ও উৎসবানুষ্ঠান। চারদিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে ১৫ মার্চ সকাল ১০.৫৮ মিনিটে বৈদিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে এই পূজৃ হোমযজ্ঞ ও উৎসবানুষ্ঠান। উৎসেব থাকছে শ্রী শ্রী কালভৈরব, ভৈরবী ও অন্যান্য বিগ্রহের পূজা, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা, রামায়ণ পালাকীর্তন। এই উৎসবে সকল হিন্দু ধর্মালম্বী ও ভক্তবৃন্দদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১৮ মার্চ সন্ধ্যা ৭টায় মহাপ্রসাদ বিতরণের মধ্য শেষ হবে এই পূজা হোমযজ্ঞ ও উৎসবানুষ্ঠান।
উল্লেখ্য, তিন শতাধিক পূর্বে ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর সীমানায় তিতাস নদীর পশ্চিম উপকূলে অবস্থিত মেড্ডা এলাকার পঞ্চবটিমূলে কাশ্মীশ্বর শ্রী শ্রী কালভৈরব স্বমহিমায় আভির্ভূত হন। শহরের উপকণ্ঠে ফুলবাড়িয়া গ্রামনিবাসী দূর্গাচরণ আচার্য স্বপ্নদিষ্ট হয়ে কালভৈরবের এক বিরাটকায় গ্রাম মৃন্মায় বিগ্রহ নির্মাণ করেন এবং স্থানীয় ভক্তবৃন্দের সহযোগীতায় তৎকালীন সময়ে বিগ্রহ প্রতিষ্ঠানর্পূবক দেবতার নিত্য সেবা-পূজার ব্যবস্থা করেন।